ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায়

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট।

রোববার (১৬ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টা ১০মিনিটে ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি ১০১১ ফ্লাইটটি জেদ্দায় পৌঁছায়।



রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (পলিটিক্যাল) মোশাররফ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফ্লাইটটি জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশি হজযাত্রীদের অভ্যর্থনা জানানো হয়।

এসময় সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম, কনসাল (হজ) আসাদুজ্জামান, সৌদি হজ মন্ত্রণালয় জেদ্দা অফিসের মহাপরিচালক আব্দুল্লাহ আল মারগালানি, সহ কনস্যুলেট ও সৌদি সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে  জানান মোশাররফ হোসেন।

এর আগে সকাল ৮টা ৩৫ মিনিটে বিজি-১০১১ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে প্রায় এক লাখ ১ হাজার ৭৫৮ জন পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন মোট দুই হাজার ৬০০ জন। আর ৯৯ হাজার ১৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এমএ

** ৪১৯ যাত্রী নিয়ে ছাড়লো প্রথম হজ ফ্লাইট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ