ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিআরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মো. আবু যায়েদ আলী ও মোহাম্মদ ইব্রাহিম খলিল

রিয়াদ: পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদিআরব এসে মক্কা আল মোকাররমায় মারা গেছেন আরও দুই বাংলাদেশি হজযাত্রী।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে মক্কা বাংলাদেশ হজ মিশন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে।



নিহতরা হলেন, মো. আবু যায়েদ আলী (৫৬) ও মোহাম্মদ ইব্রাহিম খলিল (৫৫)।

আবু যায়েদের বাড়ি নীলফামারী জেলায়। তিনি মঙ্গলবার বেলা ১১টার দিকে মক্কা আল নুর বিশেষায়িত হাসপাতালে মারা যান। তার পাসপোর্ট নম্বর বিই ০৯৪৮৮৩৮ এবং হজ আইডি নাম্বার ১৩৬৪১৯০। কবির এয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে গত ৫ সেপ্টেম্বর সৌদিয়া এয়ারলাইন্সের এসভি ৫৫০৫ ফ্লাইটে সৌদি আরব পৌঁছান।

মোহাম্মদ ইব্রাহীম খলিলের বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলায়। তিনি সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় মক্কার আল নুর বিশেষায়িত হাসপাতালে মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর ওসি ১১১৩৫২৭ এবং হজ আইডি নম্বর ১০৩৫০৬৮।

ইব্রাহীম খলিল মীর ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর মাধ্যমে ২০ আগষ্ট সৌদিয়ার এসভি ৫৩০৯ ফ্লাইটে সৌদি আরব পৌঁছান।

এ নিয়ে চলতি বছর সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪এ। এর মধ্যে পুরুষ ১৯ এবং নারী ৫ জন।

এ বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালনের কথা রয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশের সৌদি দূতাবাস ১ লাখ ১হাজার ১৩৯ জনকে হজ পালনের জন্য অনুমতি (ভিসা) দিয়েছে। এদের মধ্যে সৌদিয়া এবং বিমানের ১৯০টি ফ্লাইটে ৭১ হাজার ৭৪৮ জন ইতিমধ্যে মক্কা ও মদিনায় পৌঁছেছেন।  

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ