ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

মক্কায় ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছিলো আগের দিনই

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
মক্কায় ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছিলো আগের দিনই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

রিয়াদ: মক্কায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার ব্যাপারে গত বৃহস্পতিবারই পূর্বাভাস দিয়েছিলো সৌদি আরবের পরিবেশ ও আবহাওয়া অধিদপ্তর। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া,বৃষ্টি ও বজ্রপাত পরবর্তী মঙ্গলবার পর্যন্ত চলবে এমন পূর্বাভাস দেয়া হয় ওই বার্তায়।



রোববার স্থানীয় একটি সংবাদ মাধ্যমে দেয়া এক ‍সাক্ষাতকারে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র হোসেন আল কাহতানি।

উল্লেখ্য, মক্কার শুক্রবার সন্ধ্যায় ঝড়ো বাতাস ও ধূলিঝড় প্রবাহিত হওয়ার সময় পবিত্র মসজিদ আল-হারামের উপর ভেঙে পড়ে নির্মাণকাজে ব্যবহৃত একটি বিশালাকৃতির ক্রেন। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। এখন পর্যন্ত একজন বাংলাদেশির মৃত্যু এবং ৪০ জন বাংলাদেশির আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরআই/

** মসজিদে হারামে নিহতদের মধ্যে এক বাংলাদেশি শনাক্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ