ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

সৌদি আরব

আল হাসা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
আল হাসা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সৌদি আরবের আল হাসা প্রাদেশিক বিএনপি।

সম্প্রতি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।



আল হাসা প্রাদেশিক বিএনপির সভাপতি শফিউল্লাহ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আল হাসা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম।

আলাউদ্দিন আলার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল হাসা বিএনপির প্রধান উপদেষ্ঠা মোশাররফ হোসেন, মিজানুর রহমান সোহেল, সাইফুল ইসলাম অপু, জাহাঙ্গীর খান, কামরুল ইসলাম, মোজাম্মেল হোসেন, রেজাউল করিমসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের মামলা এবং গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, একদিকে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপিসহ আঠারো দলীয় জোটের নেতাকর্মীদের ‘গণগ্রেফতার’ চালাচ্ছে। জেল-জুলুম আর মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবেনা।

অবিলম্বে নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিত পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এমএএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ