ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরবে একই পরিবারের সদস্য ৪ বাংলাদেশি নিহত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
সৌদি আরবে একই পরিবারের সদস্য ৪ বাংলাদেশি নিহত

রিয়াদ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সদস্য চার বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।



নিহতদের ঘনিষ্ঠজন সৌদি আরব প্রবাসী আব্দুল হালিম বাংলানিউজকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পবিত্র ওমরাহ পালন শেষে মক্কা থেকে রিয়াদে ফেরার পথে শনিবার বাংলাদেশ সময় বিকাল চারটার দিকে আল খাঁচরা নামক স্থানে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহতরা হলেন, যশোর জেলার কেশবপুরের ভোগতী গ্রামের আব্বাস উদ্দিন (৩৯), তার স্ত্রী রেহানা পারভীন (৩২), আব্বাস উদ্দিনের ভাগীনা সাইফুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম  (৩৫) ও সাইফুলের ছেলে ওমর আল সায়েদ  (১৮)।

গুরুতর আহত সাইফুল ইসলামসহ বাকি ৩ জনকে আল গুয়াইয়া হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ