ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

সৌদি আরব

মাতৃভাষা দিবসে রিয়াদে স্বেচ্ছাসেবক লীগের সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
মাতৃভাষা দিবসে রিয়াদে স্বেচ্ছাসেবক লীগের সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে স্বেচ্ছাসেবক লীগ সৌদি আরব পূর্বাঞ্চলীয় প্রদেশ কেন্দ্রীয় কমিটি।

সম্প্রতি রিয়াদের বাংলাদেশ অধ্যুষিত এলাকা হারার নায়াগ্রা হোটেলের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সংগঠনের সভাপতি আব্দুল কাউয়ূমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল হায়দার ভূঁইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ, ড. রেজাউল করিম, যুবলীগের সভাপতি শওকত ওসমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কালাম, আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন নাছিম, খলিলুর রহমান, আরিফুল হক কোহিনুর হালাদার, মাসুদ পারভেজ, কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের শিক্ষার্থী নাহিয়ান, শেখ জামাল, ফারুক খাঁন, আল আমিন স্বজল, শহিদ মাতবর, আহছান হাবিব জাদু মিয়া, লুৎফর রহমান লিটু মাতবর, এনামুল বাবর, হানিফ খসরু ও বাদল মোল্লা।

এতে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

দূতাবাসের প্রথম সচিব মিজানুর রহমান বলেন, বিশ্বের খ্যাতিমান রাজনীতিক নেলসন ম্যান্ডেলা কিংবা মহাত্মা গান্ধীর মতো বঙ্গবন্ধুও একজন বড় মাপের নেতা ছিলেন। আজীবন তিনি সংগ্রাম করেছেন স্বাধীনতার জন্য। আমরা বাংলা ভাষার স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি, এখন প্রয়োজন অর্থনৈতিক মুক্তি।

সভাস্থলের পাশে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়। এতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ

welcome-ad