ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে বাংলাদেশির মৃত্যু

সৌদ আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
রিয়াদে বাংলাদেশির মৃত্যু ছবি: প্রতীকী

রিয়াদ: সৌদি আরবের রাজধানী  রিয়াদে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মাহফুজ (৫২) নামে এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বুধবার (০৯ মার্চ) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন মাহফুজের মৃত্যু হয়।



মাহফুজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের দক্ষিণ বিলিয়াপাড়া গ্রামে মৃত মনির আহমেদের ছেলে।

নিহতের ভাতিজা হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, এক সপ্তাহ আগে ছুটি কাটিয়ে রিয়াদ আসেন তিনি। এরপর গত সোমবার হৃদরোগে আক্রান্ত হলে নাছিম আল আজাহার হাসপাতালে ভর্তি করা তাকে। সেখানে দুইদিন চিকিৎসা চলার পর বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় মাহফুজের।

এক যুগ আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান তিনি।   একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

মাহফুজের মৃতদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তার ভাতিজা।

বাংলাদেশ সময়: ০৬ ১২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ