ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

ভিসার মেয়াদ শেষে সৌদি না ছাড়লে জরিমানা, নিষেধাজ্ঞা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
ভিসার মেয়াদ শেষে সৌদি না ছাড়লে জরিমানা, নিষেধাজ্ঞা

রিয়াদ: সৌদি আরবে গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান করলে স্পন্সরকে ১৫ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় ৩ লাখ) জরিমানা করা হবে।
একই সঙ্গে সংশ্লিষ্ট ভিজিটরকে ৩ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞাও জারি করা হতে পারে।



মঙ্গলবার (১৫ মার্চ) দেশটির সৌদি পাসপোর্ট অধিদফতরের জারি করা এ সংক্রান্ত নির্দেশ জানানো হয়।

সৌদি পাসপোর্ট অধিদফতরের রিয়াদ অঞ্চলের পরিচালক জেনারেল সুলাইমান আল সুহাইবানী সংবাদমাধ্যমেক জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যারা আইনের লঙ্ঘন করে সৌদি আরবে অবস্থান করেছেন, শাস্তি হিসেবে হোস্টকে সৌদি আরবের বাহিরে যেতে বাঁধা দেওয়া হবে এবং ওই ভিজিটরকে সৌদি আরব ত্যাগের দিন থেকে ৩ বছরের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

‘সৌদি সরকারের পক্ষ থেকে ভিজিটরকে ১ থেকে ৩ মাসের জন্য এন্ট্রি ভিসা দেওয়া হয়। হোস্টের অনুরোধের পরিপ্রেক্ষিতে নাম মাত্র ফি পরিশোধ করে এটির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। ’

তিনি বলেন, ভিজিটরের ভিসার মেয়াদ কবে শেষ হচ্ছে তা দেখা হোস্টের দায়িত্ব। এ দায়িত্ব পালন না করা শাস্তিযোগ্য অপরাধ।

মেডিকেল গ্রুপ ছাড়া হজ বা ওমরাহ ভিসার মেয়াদ বাড়ানো হবে না বলেও উল্লেখ করেন জেনারেল সুহাইবানী।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
ওএইচ/ এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ