ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে হুথিদের হামলায় বাংলাদেশি নিহত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
সৌদিতে হুথিদের হামলায় বাংলাদেশি নিহত

মদিনা: সৌদি আরবের নাজরান প্রদেশের খোবা এলাকায় হুথি বিদ্রোহীদের হামলায় নয়া মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।



বুধবার (৩০ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত নয়া মিয়া টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বাসিন্দা।

নাজরান জেনারেল হাসপাতালের বাংলাদেশি চিকিৎসক ডা. মিল্টন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হতাহতরা মিউনিসিপলিটির পরিচ্ছন্ন কর্মী। মিউনিসিপলিটির গাড়ি নিয়ে কাজে যাওয়ার সময় হুথিদের ছোড়া একটি মিসাইল তাদের উপর আঘাত হানে। এতে গাড়ি চালক নয়া মিয়া ঘটনাস্থলেই মারা যান।

আহত দু’জনকে প্রথমে নাজরান জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে জিজানের কিং ফাহাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ডা. মিল্টন।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ