ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে সিম বায়োমেট্রিকের সময় বাড়লো

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
সৌদিতে সিম বায়োমেট্রিকের সময় বাড়লো

রিয়াদ: সৌদি আরবের সব মোবাইল অপারেটরের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।

স্থানীয় সময় রোববার (১৭ এপ্রিল) সৌদি টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কমিশন (সিআইটিসি) বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য প্রি-পেইড গ্রাহকদের ৪৫ দিন এবং পোস্ট পেইড গ্রাহকদের ৯০ দিন সময় বৃদ্ধি করেছে।

এর আগে গ্রাহকদেরকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য ১৪ এপ্রিল পর্যন্ত সময় বেধে দিয়েছিলো টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কমিশন।

নতুন সময়সীমা অনুযায়ী আগামী ৪ জুনের মধ্যে প্রি-পেইড গ্রাহক এবং ২৮ জুলাইয়ের মধ্যে পোস্ট পেইড গ্রাহকদেরকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরবের সব মোবাইল অপারেটরের গ্রাহকদেরকে ডাটা আপডেট এবং ফিঙ্গারপ্রিন্টের (বায়োমেট্রিক) আওতায় আনার জন্য দুই সপ্তাহের সময় বেধে দেয় টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কমিশন (সিআইটিসি)।

এ সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন না হওয়ায় নতুন করে সময় বাড়ানোর ঘোষণা দেয় সংস্থাটি।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ