ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

সৌদি আরব

রিয়াদে প্রবাসী সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, মে ৩০, ২০১৬
রিয়াদে প্রবাসী সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

রিয়াদ: সৌদি আরবে কর্মরত বাংলাদেশের বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)।

রোববার (২৯ মে) রিয়াদের বাথায় আল মারজান কফি হাউজে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রসাফ’র সভাপতি মোহাম্মদ আবুল বশির।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক এটিএন বাংলার সম্পাদক (কারেন্ট অ্যাফেয়ার্স) কেরামত উল্লাহ্‌ বিপ্লব।

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীনের সঞ্চালনায় এতে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম এবং জেদ্দায় কর্মরত বাংলাদেশি বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

এসময় খবর গ্রুপের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আরটিভির দাম্মাম প্রতিনিধি আব্দুল মজিদ সুজন, রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, সময় টিভির সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান, বাংলাভিশনের হুমায়ুন কবির, মোহনা টিভির সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, মাইটিভির রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন, বিডিনিউজ টাইমসের সৌদি আরব প্রতিনিধি শাহজালাল ভুট্টু, প্রবাসী দিগন্ত.কমের সৌদি আরব প্রতিনিধি আরিফ মৃধা, শাহজাহান সাজু, মাসুদ পারভেজ খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ