ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

প্রবাসীদের সমস্যা সমাধানে রিয়াদ দুতাবাসে গণশুনানি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
প্রবাসীদের সমস্যা সমাধানে রিয়াদ দুতাবাসে গণশুনানি

রিয়াদ: সৌদি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা শোনা, আইনী পরামর্শ প্রদান এবং সমাধানের জন্য প্রতি মাসের শেষ বৃহস্পতিবার রাত ৯টায় রিয়াদ বাংলাদেশ দূতাবাসে গণশুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুতাবাসের কাউন্সেলর (শ্রম) সারওয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সে মোবাবেক ২০১৬ সালের অবশিষ্ট মাসগুলোর মধ্যে ২৮ জুলাই, ২৫আগষ্ট, ২৯ সেপ্টেম্বর, ২৭ অক্টোবর, ২৪ নভেম্বর এবং ২৯ডিসেম্বর এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

এছাড়াও বিজ্ঞপ্তিতে মৃত প্রবাসীদের মরদেহ দেশে ফেরত পাঠানো অথবা সৌদি আরবে দাফন সংক্রান্ত যাবতীয় যোগাযোগের জন্য ০৫৭০২১২১৮০ অথবা [email protected] এবং নারী গৃহকর্মীদের যে কোনো তথ্যের জন্য দুতাবাসের হেল্প ডেস্ক ০৫৯৬৮৬৭৯৭৯ অথবা [email protected] এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ