ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে মই থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
রিয়াদে মই থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

রিয়াদ: সৌদি আরবের রিয়াদে দোকানে কাজ করার সময় মই থেকে পড়ে মো. শফিক (৫০) নামে এক বাংলাদেশি মারা গেছেন।

 

শনিবার (২০ আগস্ট) স্থানীয় সময় বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

শফিক নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পাটোয়ারী বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে। ১৮ বছর আগে তিনি রিয়াদে যান।

নিহত ব্যক্তির ভাই মনির হোসেন বাংলানিউজকে জানান, রিয়াদের আসোয়াত এলাকায় শফিকের কসমেটিকস-এর দোকান রয়েছে। পাইকারি বাজার থেকে মাল কিনে এনে দুপুরে সেগুলো দোকানে সাজানোর সময় মই থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শফিকের মরদেহ বর্তমানে রিয়াদের সেমুসি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ