ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে আরও ১১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
সৌদিতে আরও ১১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

রিয়াদ: পবিত্র হজ পালন করতে এসে সৌদি আরবে আরও ১১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও আটজন পুরুষ রয়েছেন।

এ নিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রী সংখ্যা দাঁড়ালো উনিশে।

বুধবার (৩১ আগস্ট) মক্কা বাংলাদেশ হজ অফিসের আইটি ডেস্কের এক কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, বার্ধক্যজনিত সমস্যাসহ বিভিন্ন কারণে ১১ জনসহ এ পর্যন্ত মোট ১৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে নিয়ম অনুযায়ী মৃতদের মরদেহ মক্কা, মদিনা ও জেদ্দায় দাফন করা হয়।

মৃত হজ যাত্রীরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হাবিবা ফেরদৌস রিকতা (৪১), তার পাসপোর্ট নম্বর- BJ0769299, নেত্রকোনা সদর উপজেলার ওয়াকিল উদ্দিন (৬৭), পাসপোর্ট নম্বর-BJ0481882, ঢাকার কদমতলীর এম এস মোফাজ্জল হোসাইন (৬৭), পাসপোর্ট নম্বর-BB0383459, নওগাঁ সদর উপজেলার সিরাজুম মুনিরা লাভলী (৫১), পাসপোর্ট নম্বর-BJ0886145, রংপুর জেলার বদরগঞ্জের মো. ইসমাইল হোসেন (৭১), পাসপোর্ট নম্বর-BJ0810105, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোছা. সুফিয়া খাতুন (৬২), পাসপোর্ট নম্বর- BJ0734894, শেরপুর সদর উপজেলার রাশিদা বেগম (৪৮), পাসপোর্ট নম্বর-BJ0833269, কুমিল্লা সদর উপজেলার আবু তাহের (৮৭), পাসপোর্ট নম্বর- BJ0613772, শেরপুর সদর উপজেলার জমির উদ্দিন (৭৪), পাসপোর্ট নম্বর-BJ0268188, চাঁদপুর সদর উপজেলার হাবিব উল্লাহ (৮৪), পাসপোর্ট নম্বর-BE0441864, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইসমাইল (৬২), পাসপোর্ট নম্বর-BJ0971632। তবে একজনের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, হজ পালনের উদ্দেশে সোমবার (৩০ আগস্ট) পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৭১ হাজার ৩৯০ জন হজযাত্রী।

সৌদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২১৫টি ফ্লাইটের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ৭৬৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৬৬ হাজার ৬২৭ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন বলে বাংলানিউজকে জানিয়েছে মক্কা হজ অফিস।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর এক ল‍াখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ