ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

ঢাকা: সৌদি আরবের দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ ৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।   

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জুবাইল-দাহরান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- বরিশালের উজিরপুরের আবদুল হাকিমের দুই ছেলে শহিদুল ও বাবুল, পটুয়াখালীর কেশবপুরের শহিদুল হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম, আবদুল করিমের ছেলে সিরাজুল ইসলাম, ভোলার রানা শাহাবুদ্দিন এবং আবু বকরের ছেলে শরিফ।

এ দুর্ঘটনায় সাইফুল নামে আরেকজন আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দূতাবাসের কর্মকর্তা পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
জেপি/এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ