ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

সৌদি আরব

এক হাজার বাংলাদেশি চিকিৎসক নেবে সৌদি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এক হাজার বাংলাদেশি চিকিৎসক নেবে সৌদি

বাংলাদেশ থেকে এক হাজার বিশেষজ্ঞ চিকিৎসক নেবে সৌদি আরব। ইতিমধ্যে এ বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে।

ঢাকা: বাংলাদেশ থেকে এক হাজার বিশেষজ্ঞ চিকিৎসক নেবে সৌদি আরব। ইতিমধ্যে এ বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে।

 

বুধবার (২৩ নভেম্বর) সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বাংলানিউজকে এ তথ্য জানান।
 
রাষ্ট্রদূত বলেন, চলতি সপ্তাহের শুরুতে বাংলাদেশ থেকে এক হাজার বাংলাদেশি চিকিৎসক ও বিশেষজ্ঞ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে সৌদি সরকার।  

বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। শিগগিরই এ প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।  

গত ১০ বছর ধরে এ সুযোগটি বন্ধ ছিল জানিয়ে গোলাম মসীহ বলেন, গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের পর দেশটিতে আবারো বাংলাদেশি চিকিৎসকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হলো।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ