ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় বৃহত্তর কুমিল্লা সমিতির মতবিনিময়

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
জেদ্দায় বৃহত্তর কুমিল্লা সমিতির মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জেদ্দার লিমার হোটেলে ‘প্রবাসীদের সমস্যা-সম্ভাবনা ও রেমিটেন্স ব্যবস্থাপনা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেদ্দা: জেদ্দার লিমার হোটেলে ‘প্রবাসীদের সমস্যা-সম্ভাবনা ও রেমিটেন্স ব্যবস্থাপনা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহত্তর কুমিল্লা সমিতি জেদ্দা এ মতবিনিময় সভার আয়োজন করে।


 
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তেমনি প্রবাসীদের দেহের ঘাম ও রক্ত পানি করা অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনৈতিক মুক্তিতে অবদান রাখছে। তাই বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রবাসীদের ‘অর্থনৈতিক যোদ্ধা’ পরিচয়পত্র প্রদান এবং শ্রমজীবী প্রবাসীদের জন্যে বিশেষ ভাতা বা পেনশন এবং স্বাস্থ্য-বীমার দাবি জানান শ্রমজীবী প্রবাসীরা।
 
সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন-সম্প্রতি সৌদি আরবে সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোজাফ্ফর আহমেদ।

সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সৌদি আরবে সফরত ইমিগ্রেশন পরিচালক টিপু সুলতান, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম, কাউন্সিলর আলতাফ হোসেন, কনসাল মোহাম্মদ রেজাই রাব্বি, জেদ্দার ইংরেজি স্কুলের চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির, বাংলা স্কুলের ভাইস-চেয়ারম্যান খন্দকার আবুল কালাম আজাদ, সমিতির উপদেষ্টা কাজী শাহ আলম, নাসির উদ্দিন সরকার, কাজী আমিন আহমেদ, মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন ভূইয়া প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ