ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

সৌদি আরব

কাতারে শিক্ষার্থীদের হাতে নতুন বই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
কাতারে শিক্ষার্থীদের হাতে নতুন বই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। ছবি: বাংলানিউজ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বাংলাদেশি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

সোমবার ( ১ জানুয়ারি) সকালে কলেজের প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ জসিম উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ও শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীকে ধন্যবাদ। সম্প্রতি নিজস্ব স্কুল ভবন নির্মাণের পর প্রথম বোর্ড পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। আগামীতে বিদ্যালয়ে শিক্ষার মান আরো উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ০৩ জানুয়ারি, ২০১৭
এমএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ