ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

বাহরাইনে ভবন ধসে ৪ বাংলাদেশি নিহত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
বাহরাইনে ভবন ধসে ৪ বাংলাদেশি নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: বাহরাইনে ভবন ধসে অন্তত চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বিভিন্ন দেশের প্রায় ৫০ জন নাগরিক। 

আহতদের মধ্যে প্রায় ২৫ জন বাংলাদেশি রয়েছেন। মঙ্গলবার ( ৯ অক্টোবর) গভীর রাতে মানামার বাংলাদেশ দূতাবাস সূত্র এতথ্য জানায়।

 

দেশটির রাজধানী মানামায় ভবন ধসে যে চার বাংলাদেশি নিহত হয়েছেন,তারা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার পরানপুর গ্রামের আবদুল হান্নান, হাজীগঞ্জ উপজেলার জাকির, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জয়নাল। অন্যজন আলো মিয়া। তবে তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মানামার একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়ে। ভবনে প্রায় শতাধিক লোক থাকতেন। এর মধ্যে বেশির ভাগই বাংলাদেশি। ভবন ধসের ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন নাগরিক। মানামার বাংলাদেশ দূতাবাস এ ঘটনার পরে খোঁজ খবর রাখছেন। দুর্ঘটনা কবলিত ভবনের বাসিন্দা বা তাদের আত্মীয় স্বজনদের দূতাবাসের এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসের নাম্বার ৩৩৩৭৫১৫৫।  

বাংলাদেশ সময়: ০১৪০  ঘণ্টা,  অক্টোবর ১০, ২০১৮
টিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ