ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ভারতেও করোনার নতুন প্রজাতি

ভাস্কর সরদার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
ভারতেও করোনার নতুন প্রজাতি

কলকাতা: করোনাভাইরাসের যে নতুন প্রজাতি চীনে মাথাচাড়া দিয়েছে, এবার তার খোঁজ মিলল ভারতে। ইতোমধ্যে চার  ভারতীয় নাগরিকের শরীরে নতুন ওই প্রজাতির খোঁজ মিলেছে।

এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে ওমিক্রন বিএফ.৭, প্রজাতিটি বিএ.৫-য়ের একটি অংশ বা পার্ট। এর সন্ধান মিলেছে ভারতের গুজরাট ও উড়িষ্যা রাজ্যে।  

করোনার নতুন প্রজাতি চীনে প্রভাব বিস্তার শুরু করলেও এত তাড়াতাড়ি ভারতে সন্ধান মিলবে, সম্ভবত আশা করেননি ভারতের বিশেষজ্ঞরা। বুধবার (২১ ডিসেম্বর) নতুন প্রজাতির অস্তিত্ব সম্বন্ধে নিশ্চিত করেছে ভারত।

এদিন করোনা নিয়ে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য নয়াদিল্লিতে বৈঠক ডেকেছিলেন। সেখানে বলা হয়, ভারতে করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে শনাক্তের সংখ্যা বাড়ছে না। কিন্তু, তা সত্ত্বেও করোনা পরিস্থিতির দিকে প্রতিনিয়ত নজর রাখা প্রয়োজন।

নতুন শনাক্ত এবং নতুন প্রজাতি ভাইরাসের প্রকৃতির দিকে বাড়তি নজর রাখার সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রের বৈঠকে। সরকারিভাবে দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছে, এখনই আতঙ্কের কিছু নেই, তবে করোনা পরিস্থিতির ওপর নিরন্তর নজর রেখে চলতে হবে।

ভারতীয় বিশেষজ্ঞরা সন্দেহ করছেন, করোনার এই নতুন প্রজাতির অস্তিত্ব নিয়ে এখনই সচেতন না হলে সামনে সমস্যা জটিল হতে পারে। কারণ, নতুন প্রজাতিটি চীনে ইতিমধ্যে সমস্যা সৃষ্টি করেছে। বলা হচ্ছে, ওমিক্রন বিএফ.৭ ভ্যারিয়েন্টটি ব্যাপক সংক্রমণযোগ্য। ফলে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কিছুদিন আগেই কোভিডবিধি শিথিল করে চীন প্রশাসন। এরপরই সে দেশে হু হু করে বাড়তে থাকে সংক্রমণ, বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও। চীনে একদিকে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যেমন চাপ বেড়েছে দেশটির হাসপাতালগুলোর ওপর, তেমনই মরদেহ সৎকার করতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন।  

শুধু চীন নয়, কোভিড সংক্রমণ বেড়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ব্রাজিল, ব্রিটেন, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স ও ডেনমার্কে মতো দেশগুলোতেও।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
ভিএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।