কলকাতা: দিল্লিতে বসবাসকারী এখনও পর্যন্ত দেড় হাজার বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। এরা অবৈধ অনুপ্রবেশ করে দিল্লিতে বসবাস করছিল বলে পুলিশ সন্দেহ করছে।
পুলিশ জানিয়েছে, তারা বৈধ ভারতীয় নথি ছাড়াই বসবাস করছিল। ঘরে ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে শুধু রোববারেই ১৭৫ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। যদিও তারা বাংলাদেশের কোথাকার বাসিন্দা পুলিশ সেই তথ্য এখনো দেয়নি। বেশ কয়েকদিন ধরে দিল্লি পুলিশ এই অভিযানে নেমেছে।
এটা রুটিন কাজের অংশ হিসেবেই করা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। অনুপ্রবেশকারী নাইজেরিয়া বা বাংলাদেশের নাগরিক হোক, চিহ্নিত হলেই তাকে নির্বাসিত করার নজির রয়েছে অতীতে। এই তল্লাশি অভিযান আরও বেশ কয়েকদিন চলবে বলে জানিয়েছেন পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) ১১টি স্থানে অভিযান চালিয়ে ভারতীয় নথি জালকারবারি কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে ২১ জন জালকারবারী গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তারা ভারতীয় নথি জালকারবারির সঙ্গে যুক্ত ছিলেন।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত চৌহান বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি জাল ওয়েবসাইটের মাধ্যমে জাল আধার কার্ড, ভোটার আইডি এবং অন্যান্য জাল নথি তৈরি করে বাংলাদেশি নাগরিকদের সহায়তা করেছিলেন।
তদন্তে জানা গেছে, ‘জনতা প্রিন্টস’ নামে একটি ওয়েবসাইট, যা রজত মিশ্র নামে একজনের দ্বারা পরিচালিত হতো। ২০ হাজার রুপি অর্থে ভারতের জাল আধার কার্ড তৈরি করা হতো। অভিযান চলাকালীন, পুলিশ ২১টি জাল আধার কার্ড, ৬টি প্যান কার্ড এবং ভোটার কার্ড উদ্ধার করেছে।
গত ১২ ডিসেম্বর দেশটির রাজধানী দিল্লির রাজ্যপাল ভিকে সাক্সেনা দিল্লিতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ঘোষণা দেন। এরপর থেকেই তৎপর হয়েছে দিল্লি পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
ভিএস/এমজেএফ