ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর কমিশন: প্রধান নির্বাচন কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর কমিশন: প্রধান নির্বাচন কর্মকর্তা

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা পরিদর্শনকালে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল। এসময় দলটি রাজ্যের প্রশাসনিক, পুলিশ ও নিরাপত্তা এজেন্সির কর্মকর্তাদের সঙ্গেও পৃথক বৈঠক করে।

প্রধান নির্বাচন কর্মকর্তা রাজীব কুমার বৃহস্পতিবার(১২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

দুই দিনের সফরে বুধবার (১১জানুয়ারি) আগরতলায় আসেন প্রধান নির্বাচন কর্মকর্তাসহ ৯ জনের একটি প্রতিনিধি দল। সফরের শেষ দিন বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে রাজীব কুমার এসব তথ্য জানান বলেন।

তিনি বলেন, ত্রিপুরা বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন সব ধরনের পদক্ষেপ নিয়েছে। বয়স্ক পুরুষ-নারী, যুবক ও তৃতীয় লিঙ্গের ভোটাররাও যেন সুন্দর পরিবেশে ভোট দিতে পারে সেদিকে নজর রাখছে কমিশন।

নারী ও তৃতীয় লিঙ্গের ভোটাররা যেন ভোটদানে এগিয়ে আসেন এজন্য বিশেষ চেষ্টা চালানো হচ্ছে। রাজ্যের বেশকিছু ভোট কেন্দ্রকে মডেল পোলিং স্টেশন হিসেবে গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময় ঘণ্টা: ১৪৫৮, জানুয়ারি ১২, ২০২৩।
এসসিএন/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।