ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

ভারত

আগরতলায় গাঁজাসহ ৪ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
আগরতলায় গাঁজাসহ ৪ নারী আটক আটক ৪ নারী মাদক কারবারি

আগরতলা (ত্রিপুরা): পাচারকালে গাঁজাসহ চার নারী মাদক কারবারিকে আটক করেছে আগরতলার কলেজটিলা ফাঁড়ির পুলিশ।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ চার নারীকে রাজধানীর যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে আটক করে পুলিশ।

 

পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রানা চ্যাটার্জি জানান, গোপন সূত্রের ভিত্তিতে আগরতলার কলেজটিলা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল দেবনাথের কাছে খবর আসে যুগেন্দ্রনগর রেলস্টেশন থেকে গাঁজা পাচার হবে। এ খবরের ভিত্তিতে ওসি নিজে কয়েকজন নারী পুলিশ সদস্য নিয়ে যোগেন্দ্র নগর স্টেশনে পৌঁছে যান।

তল্লাশি চালিয়ে স্টেশনে যাত্রী হিসেবে থাকা চার নারীর কাছ থেকে গাঁজার মোট ৩৬টি প্যাকেট জব্দ করা হয়। প্যাকেটগুলোতে মোট ২২ কেজি গাঁজা ছিল। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ভারতীয় রুপি।

পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা বলেছে তাদের বাড়ি বিহার প্রদেশে। গাঁজা নিয়ে যাওয়ার উদ্দেশে তারা ত্রিপুরা এসেছিল। তাদের পরিকল্পনা ছিল ট্রেনে করে নিরাপদে গাঁজা নিয়ে বিহার পৌঁছে যাওয়া। তাদের সবার বিরুদ্ধে ভারতীয় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এসসিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।