আগরতলা(ত্রিপুরা): ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচারের সময় আগরতলা রেলওয়ে স্টেশনে আটক করা হয় ৯ মাদক কারবারিকে।
আগরতলা রেলওয়ে স্টেশনের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ সেন সংবাদ মাধ্যমকে বলেন, বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) বিকেলে ত্রিপুরা সুন্দরী ট্রেন আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে দুজন তিনজন করে বহিঃরাজ্যের যুবক পিঠে ব্যাগ নিয়ে রেলওয়ে স্টেশনে প্রবেশ করে।
গ্রেফতারকৃতদের নাম যথাক্রমে গৌতম কুমার রায়(২৯) সুবুদ্ধি যাদব (২৩), রমেন কুমার (১৯), রাকেশ কুমার (২১), খাইগার সিংহ (৩৫), ব্রজেশ মণ্ডল (৩০), প্রশান্ত কুমার (২২), বিধান মণ্ডল (৩১) এবং শুক্লাল কুমার (২২)। এদের মধ্যে মধ্যে তিন জন একই পরিবারের সদস্য। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে এই গাঁজা গুলো পশ্চিম জেলার মোহনপুর এলাকা থেকে কিনেছে। তাদের কাছ থেকে ছয়টি মোবাইল জব্দ করা হয়েছে। এগুলিতে তল্লাশি চালিয়ে দেখা হবে রাজ্যের কোন কোন জায়গায় কাদের সঙ্গে যোগাযোগ করছে।
তাদের বিরুদ্ধে মাদক নিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে। শুক্রবার(৮ ডিসেম্বর) তাদেরকে আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। জিজ্ঞাসাবাদ চালিয়ে জানার চেষ্টা করা হবে এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এমএম