ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

উত্তরপ্রদেশে ট্রাক্টর-ট্রলি পুকুরে পড়ে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
উত্তরপ্রদেশে ট্রাক্টর-ট্রলি পুকুরে পড়ে নিহত ২২

ভারতের উত্তরপ্রদেশে তীর্থযাত্রী বহনকারী একটি ট্র্যাক্টর-ট্রলি পুকুরে পড়ে ২২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।  

উত্তরপ্রদেশের পুলিশের বরাত দিয়ে শনিবার এ খবর প্রকাশ করেছে এনডিটিভি

উত্তরপ্রদেশের কাসগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে তীর্থযাত্রীরা ওই ট্রাক্টর-ট্রলি যোগে গঙ্গা নদীতে পবিত্র স্নান করতে কাদরগঞ্জের দিকে যাচ্ছিলেন।

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদেরকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মুখ্যমন্ত্রী আহত তীর্থযাত্রীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।