ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ভারত

ঝাঁক বেঁধে মৌমাছির আক্রমণ, আহত ২০ জন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
ঝাঁক বেঁধে মৌমাছির আক্রমণ, আহত ২০ জন 

আগরতলা (ত্রিপুরা): মৌমাছির আক্রমণে আহত হয়েছেন ২০ জন। এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর।

 

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরার দক্ষিণ জেলার অন্তর্গত উত্তর বিলোনিয়া গ্রামে। আহতরা বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন।  

এলাকার এক বাসিন্দা জানান, বিকেলে হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে আক্রমণ শুরু করে এক বয়স্ক ব্যক্তিকে। তার চিৎকার চেঁচামেচি শুনে এলাকার মানুষেরা ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের ওপর আক্রমণ শুরু করে মৌমাছির দল।

এই মৌমাছির দলের আক্রমণের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু-পাখিরাও। এলাকার এক বাড়ির চারটি পায়রার মৃত্যু হয় মৌমাছির আক্রমণে।  

এলাকার আরেক বাসিন্দা জানান, একটি গাছে মৌমাছিরা বাসা বেঁধেছিল। একটি পাখি মধু খাওয়ার জন্য এসে মৌমাছির বাসায় আক্রমণ চালালে এই বিপত্তি বাঁধে। এরপরেই মৌমাছিরা ঝাঁক বেঁধে আক্রমণ শুরু করে এলাকাবাসীদের ওপর।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
এসসিএন/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।