ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

দিল্লির ক্ষমতায় কে বসছেন, জানতে অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত: মানিক সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুন ২, ২০২৪
দিল্লির ক্ষমতায় কে বসছেন, জানতে অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত: মানিক সরকার

আগরতলা (ত্রিপুরা): সপ্তম দফার ভোটগ্রহণের মধ্য দিয়ে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচন পর্ব এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ভোটের জরিপ নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।

এসব জরিপে বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয়েছে দেশে ফের ক্ষমতায় আসছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরুর রেকর্ড স্পর্শ করে নরেন্দ্র মোদিই হচ্ছেন আগামী পাঁচ বছরের জন্য সম্ভাব্য প্রধানমন্ত্রী।  

অপরদিকে দেশের প্রধান বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা দাবি করেছেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসছে জোট। সম্ভাব্য ফলাফল নিয়ে যখন দেশজুড়ে আলোচনা তুঙ্গে।  

রোববার (২ জুন) এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিপিআই (এম) দলের পলিটব্যুরো সদস্য ও ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন রাজধানী আগরতলার অফিস লেন এলাকার সিআইটিইউ অফিসে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কাস ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিক সরকার।  

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে দাবি এবং পাল্টা দাবি চলছে। কে সরকার গড়বে, কে সরকার গড়তে পারবে না, বিষয়টি নিয়ে আগামী ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ফলাফল বেরিয়ে আসবে তখনই প্রকৃতপক্ষে জানা যাবে কে ক্ষমতায় আসছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে বিজেপি পরিচালিত এনডিএড জোটকে অনেকটাই এগিয়ে রাখা হচ্ছে।  

অপরদিকে ইন্ডিয়া জোট জোর গলায় দাবি করছে, নির্বাচনে ২৯৫টির বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে তারা। ইন্ডিয়া জোটের হয়ে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খার্গে নিজেই এ দাবি করেছেন।  

কংগ্রেস সভাপতির এ দাবি নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা সমালোচনা। তবে সম্ভাব্য ফলাফল নিয়ে অনেকটাই নিরপেক্ষ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুন ২, ২০২৪
এসসিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।