ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

বাংলায় উড়ছে ‌‘দিদির’ ঘাসফুল, কেন্দ্রে এগিয়ে বিজেপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুন ৪, ২০২৪
বাংলায় উড়ছে ‌‘দিদির’ ঘাসফুল, কেন্দ্রে এগিয়ে বিজেপি

কলকাতা: গণনার চার ঘণ্টা শেষ। পাল্টে যাচ্ছে বুথ ফেরত জরিপ।

গড়ে ভারতের কেন্দ্রগুলোয় গণনা চলবে ১৭-২৩ রাউন্ড। তার মধ্যে ষষ্ঠ রাউন্ড গণনা শেষ হয়েছে। আর যা ট্রেন্ড উঠে আসছে তাতে এক প্রকার বলা যায় ‘বাংলায় দিদি, কেন্দ্রে মোদি’। এ ধারণাই উঠে আসছে গণনা কেন্দ্রগুলো থেকে।

বাংলার ৪২টি লোকসভা আসনে গণনা চলছে ৫৫টি কেন্দ্রে। প্রতিবেদন লেখা পর্যন্ত তৃণমূল ৩২, বিজেপি ৯, কংগ্রেস ১ আসনে এগিয়ে। অপরদিকে বিজেপি ২৩৫ আসনে ও কংগ্রেস এগিয়ে ৯৭ আসনে।

মূলত, ভারতে নির্বাচন হয়েছে দ্বিমুখী লড়াই। বিশেষজ্ঞরা যাকে বলছে, ‘বাইপোলার ইলেকশন’। সেই নিরিখে বিজেপি নেতৃত্বাধীন ‘ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স’ (এনডিএ) এগিয়ে ২৭০ আসনে। অন্যদিকে তাদের প্রতিপক্ষ ছিল দেশটির জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (ইন্ডিয়া)। তারা এগিয়ে ২৫০ আসনে।

এখানেই শেষ নয়, মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার আসনে ১ লাখ ৪০ হাজারের বেশি লিড নিয়ে ফেলেছে। একইভাবে যাদবপুর আসনে তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ব্যানার্জী লিড নিয়েছে ১ লাখের বেশি ভোটে। ফলে এ দুই আসন তৃণমূলের ঝুলিতে এক প্রকার নিশ্চিত। হুগলী আসনে তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছে বিজেপির লকেট চট্টোপাধ্যায় থেকে।

অপরদিকে তাৎপর্যপূর্ণভাবে বালুরঘাট আসনে প্রায় ১৪ হাজার ভোটে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। একইভাবে বর্ধমান আসানসোল আসনে বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৪৯ হাজার ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী থেকে। পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্র পাল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহার আসনে প্রায় ৩ হাজার ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী থেকে।

ইতোমধ্যেই সবুজ আবিরের খেলা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কর্মী-সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন কালীঘাটে মমতার বাসভবনের সামনে। সেখানে সবুজ আবিরে অকাল হোলিতে মেতেছেন সবাই। তবে দেশজুড়ে গণনা চলবে আরও কয়েক ঘণ্টা।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ০৪, ২০২৪
ভিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।