বেলা যত গড়িয়েছে ততই পিছিয়ে পড়েছে আম আদমি পার্টি (আপ), এগিয়েছে বিজেপি। ২০২৫-এ দিল্লির বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের আপ-কে হারিয়ে ২৭ বছর পর দিল্লি জয় করেছে নরেন্দ্র মোদির দল।
দেশটির নির্বাচন কমিশন বলছে, ৭০ আসনের দিল্লি বিধানসভার ৪৮টি আসনে জয় পেয়েছে বিজেপি। দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য যেকোনও রাজনৈতিক দলের বা জোটের ৩৬ আসনের প্রয়োজন।
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি জয়ের স্বাদ পেলেন নরেন্দ্র মোদি। দিল্লির বিধানসভা ভোটে জিতে দিল্লিবাসীকে ‘উন্নয়নের গ্যারান্টি’ দিলেন তিনি। নিজ দলের এই জয়কে তিনি ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে উল্লেখ করেছেন।
সামাজিকমাধ্যমে এক পোস্ট করে দিল্লি জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোদি। পোস্টে তিনি প্রথমেই দিল্লিবাসীকে ধন্যবাদ জানান। লেখেন, ‘মানুষের আশীর্বাদ পাওয়ায় আমরা সম্মানিত’। প্রতিশ্রুতিও দেন দিল্লিবাসীকে, লেখেন, ‘দিল্লির উন্নয়নে আমরা কোনোরকম ঘাটতি রাখব না। দিল্লিবাসীর জীবনযাত্রাকে আরও উন্নত করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ‘বিকশিত ভারত’-এর গুরুত্বপূর্ণ অংশ হবে দিল্লি’।
Jana Shakti is paramount!
— Narendra Modi (@narendramodi) February 8, 2025
Development wins, good governance triumphs.
I bow to my dear sisters and brothers of Delhi for this resounding and historic mandate to @BJP4India. We are humbled and honoured to receive these blessings.
It is our guarantee that we will leave no…
২০১৪ সালে লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদী। ঠিক তার পরের বছরই ছিল দিল্লির বিধানসভা নির্বাচন। দিল্লি জয় হয়নি বিজেপির। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে আরও বেশি সংখ্যক আসন জিতে ক্ষমতা ধরে রাখেন মোদি। পরের বছরের দিল্লির বিধানসভা ভোটেও আপের কাছে হারে মোদির পদ্ম শিবির।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও তৃতীয়বার দেশে প্রধানমন্ত্রী হন মোদি। এবার দিল্লির মসনদও পেলেন। ২৭ বছর পর দিল্লি জয় করল বিজেপি। দিল্লিতে দলটির শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তারপর থেকে দিল্লির ক্ষমতা দখলে নেয় কংগ্রেস। ২০১৩ সালে প্রথমবার ক্ষমতায় আসে আম আদমি পার্টি (আপ)।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
এসএএইচ