ঢাকা, সোমবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

ভারত

আগরতলায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্‌যাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
আগরতলায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্‌যাপন

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।  

আজ বুধবার (২৬ মার্চ) প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। তারপর মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পর মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। তারপর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা পাঠানো লিখিত বাণীসমূহ পাঠ করা হয় ও বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান এস এম আলমাস হোসেনসহ অন্যান্যরা।  

প্রথম পর্বের অনুষ্ঠান শেষে সরকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ বিশেষ এই দিন উপলক্ষে ত্রিপুরাবাসী এবং ভারতবাসীকে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন, এইদিন তৎকালীন পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষ স্বাধীনতার ঘোষণা দিয়ে আন্দোলন শুরু করেন। দীর্ঘ নয় মাসের রক্ত খুবই সংগ্রামের পর অবশেষে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের।  

স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন দ্বিতীয় পর্বে সন্ধ্যার পর আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের পরিবহন, পর্যটন, খাদ্য, বেসামরিক সরবরাহ ও ভোক্তাবিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরীসহ রাজ্যের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এসসিএন/এসএএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।