কলকাতা: বাংলাদেশ ইস্যুতে আবার উত্তাল হলো কলকাতা। পুলিশি কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হলো কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন।
দিনভর উত্তেজনায় সাময়িক স্তব্ধ ছিল কলকাতার রাজপথ। পরে কলকাতা পুলিশের সহযোগিতায় বাংলাদেশ মিশনে স্মারকলিপি দিতে যান পাঁচজন। তারপরই শান্ত হয় পরিস্থিতি।
সম্প্রতি ‘দুর্গাপূজায় মদের আসর বসানো যাবে না’- এমন মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই মন্তব্যের বিরোধিতা করে উপ হাইকমিশন চত্বরে বিক্ষোভ দেখান ‘বাংলাদেশ (অভিবাসী) কমিউনিটি ইন ইন্ডিয়া, কলকাতা’র সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মিশনের কাছেই বেকবাগান মোড়ে হাতে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তারা। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল।
সবশেষে সংগঠনের পাঁচজন সদস্য উপ-হাইকমিশনে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন। তাদের দাবি, ‘অবিলম্বে এই সাম্প্রদায়িক বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং বাংলাদেশের সরকারকে সংখ্যালঘুদের জীবন, সম্মান ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। ’
ভিএস/আরএইচ