ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

ভারত

কলকাতার পূজা উদ্বোধনে ‘সোনার বাংলা’ গঠনের ডাক দিলেন অমিত শাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, সেপ্টেম্বর ২৭, ২০২৫
কলকাতার পূজা উদ্বোধনে ‘সোনার বাংলা’ গঠনের ডাক দিলেন অমিত শাহ অমিত শাহ।

কলকাতায় একাধিক দুর্গাপূজার উদ্বোধন করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই পূজার মঞ্চ থেকে পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিলেন তিনি।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কলকাতার শিয়ালদহ সংলগ্ন সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দুর্গা মায়ের কাছে প্রার্থনা করে গেলাম যে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এমন একটা সরকার প্রতিষ্ঠা হোক, যারা সোনার বাংলা গঠন করতে পারে। আমাদের এই বাংলা যেন ফের সুরক্ষিত, সমৃদ্ধ, শান্তি ও উর্বর হয়ে ওঠে এবং আমরা যেন কবিগুরুর সেই সোনার বাংলাকে নির্মাণ করতে পারি।

তিনি আরও বলেন, দুর্গাপূজার এই উৎসব যেন আমাদের শুভ মুহূর্তগুলো বয়ে আনে, বাংলাকে যেন নতুন উচ্চতায় নিয়ে যায় এবং বাংলার উন্নয়নের মধ্যে দিয়ে উন্নত ভারতের যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেছেন আমরা যেন তা পূরণ করতে পারি।

গত মঙ্গলবার ৫ ঘণ্টার ভারী বৃষ্টিতে খাস কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই ঘটনার শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি নেতাকর্মীরা মৃত পরিবারদের পাশে আছেন বলে জানান তিনি।

এদিন পূজা উদ্বোধনের আগে নিউটাউনের একটি হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ বিজেপির রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব। অমিত শাহের সঙ্গে ঘরোয়া বৈঠকও করেন তারা।  

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। আর পূজার মৌসুম শেষ হলেই আগামী নির্বাচনে এ রাজ্যে জয়ের জন্য সর্বশক্তি দিয়ে বিজেপি যে আরও ঝাঁপাতে চলেছে, তা কার্যত স্পষ্ট। আর সেই কারণে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে অন্য রাজ্যের বিজেপি নেতাদেরও। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দায়িত্বে আনা হয়েছে কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। তার ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে।

এদিকে অমিত শাহের ‘সোনার বাংলা’ বক্তব্যের তীব্র কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তথা মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, তারা কী সোনার বিহার, কিংবা সোনার গুজরাট, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ তৈরি করতে পেরেছেন? পারেননি। তাহলে পশ্চিমবঙ্গকে কীভাবে সোনার বাংলা করবেন?

বাংলার মনীষী সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার বিদ্যাসাগর কলেজে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমকর্মীদের সামনে অভিষেক বলেন, আপনাদের অমিত শাহকে জিজ্ঞাসা করা উচিত- কেন্দ্রের কাছে রাজ্যের ঋণের পরিমাণ ২ লাখ কোটি রুপি। উনি কবে আমাদের সেই অর্থ পরিশোধ করবেন? যদি তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস মিথ্যা বলছে, তাহলে তাকে তার পছন্দের যে কোনো একটা টেলিভিশন চ্যানেল বেছে নিতে বলুন এবং আমি তথ্য ও পরিসংখ্যান নিয়ে সেই বিতর্কে আসব।

ভিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।