ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ঝড়ে ত্রিপুরার সোনামুড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
ঝড়ে ত্রিপুরার সোনামুড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: কালবৈশাখী ঝড়ে ত্রিপুরা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

সোমবার (২৮ মার্চ) বিকেলে ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।



ঝড়ে মহকুমার কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত ভগৎরামপুর, থলিবাড়ী, কালীখলা, মনাইপাথর ইত্যাদি এ ডি সি ভিলেজে ব্যাপক ক্ষতি হয়। পাশাপাশি মোহনভোগ ব্লকেরও ৬টি এ ডি সি ভিলেজের ঘরবাড়ি সহ গাছপালা ভেঙে পড়েছে। সব মিলিয়ে প্রায় ১০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেছেন সোনামুড়া মহকুমার মহকুমা শাসক পান্না আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মহকুমা শাসক পান্না আহমেদ সাংবাদিকদের জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করে সরকারিভাবে আর্থিক সাহায্য দেওয়া হবে। মানুষের অসুবিধার কথা চিন্তা করে খুব দ্রুত সরকারি সহায়তা দেওয়া শুরু করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬।
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।