ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

আগরতলায় ভারত সরকারের ডোনার মন্ত্রকের প্রতিনিধি দল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
আগরতলায় ভারত সরকারের ডোনার মন্ত্রকের প্রতিনিধি দল ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম


আগরতলা: আগরতলা এসেছেন ভারত সরকারের উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের (ডোনার) সচিব নবীন ভার্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বুধবার (২৭শে এপ্রিল) এই প্রতিনিধি দলটি আগরতলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন।

এই উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রাজধানীর কৃষি ভবন থেকে বড়দোয়ালী এলাকা পর্যন্ত ২ দশমিক ৩ কি.মি দীর্ঘ নির্মীয়মান উড়াল সেতু ও রবীন্দ্র শতবার্ষিকী ভবন।

কেন্দ্রীয় দলের সঙ্গে ছিলেন ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সচিব নবীন ভার্মা সহ অন্যান্য আধিকারিকরা এই প্রকল্পের বিভিন্ন খুটিনাটি বিষয় জেনে নেন রাজ্য সরকারের আধিকারিকদের কাছ থেকে।

ডোনার সচিব নবীন ভার্মার নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার (২৭শে এপ্রিল) আগরতলায় আসেন ও সন্ধ্যায় মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।