ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

আগরতলায় পরীক্ষায় প্রক্সির অভিযোগে যুবক গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
আগরতলায় পরীক্ষায় প্রক্সির অভিযোগে যুবক গ্রেফতার

আগরতলা: অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে আগরতলায় কুমার গৌতম নামে এক যুবককে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (২৭ এপ্রিল) ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের জন্য ত্রিপুরার উচ্চ শিক্ষা দফতরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা চলছিল।

রাজধানীর কুঞ্জবন এলাকার ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশনে দ্বিতীয়ার্ধে জীববিদ্যা পরীক্ষা চলাকালে এক ছাত্রকে নিয়ে শিক্ষকদের সন্দেহ হয়। পরে তারা ওই ছাত্রকে আটক করেন।

অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন কর্তৃপক্ষ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সন্ধ্যার পর পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আটক কুমার গৌতমের বাড়ি দিল্লিতে। তিনি দ্বিতীয়ার্ধে জীববিদ্যা বিভাগের সমরজিৎ নামে এক ছাত্রের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।