ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরায় উন্নয়ন প্রকল্পে চলছে পরিকাঠামো নির্মাণের কাজ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
ত্রিপুরায় উন্নয়ন প্রকল্পে চলছে পরিকাঠামো নির্মাণের কাজ ছবি - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার সিপাহীজলা জেলার বক্সনগর ব্লকের সীমান্তবর্তী এলাকার উন্নয়ন প্রকল্পে বিভিন্ন পরিকাঠামো নির্মাণের কাজ চলছে। এই নির্মাণ কাজের মধ্যে মানিকনগরে নির্মাণ করা হচ্ছে একটি কমিউনিটি হল, এটি নির্মাণে খরচ হবে ৮৯ লাখ ৮৫ হাজার টাকা।

মধ্যপাড়া ও‍ দুর্গাপুরে একটি করে জুনিয়র মাদ্রাসা নির্মাণ করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩৬ লাখ রুপি। কলমচৌড়াতে আরক্ষা দফতরের একটি থানা নির্মাণে ব্যয় হবে ৮১ লাখ ৪১ হাজার রুপি।

বক্সনগরে একটি অত্যাধুনিক মোটরস্ট্যান্ড গড়ে তোলার কাজ চলছে। এতে ব্যয় হবে ২৩ লাখ ৭৮ হাজার রুপি। জেলার অন্তর্গত কুলুবাড়ীতে ১৬ কক্ষ বিশিষ্ট বেকার স্টল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে খরচ হবে ২৩ লাখ ৩০ হাজার রুপি।

বিশ্রামগঞ্জ গ্রামোন্নয়ন বিভাগের সংশ্লিষ্টদের কাছ থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।