ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরার পশ্চিম জেলায় নতুন করে তুত বাগান

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ৪, ২০১৬
ত্রিপুরার পশ্চিম জেলায় নতুন করে তুত বাগান ছবি - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলায় ২০১৪-১৫ অর্থবছরে ১৪৮ হেক্টর জমিতে নতুন করে তুত বাগান গড়ে তোলা হয়েছে। এতে ‘এম জি এন রেগা প্রকল্প’ থেকে ৪শ’ ১৭ জন শ্রমিকের জন্য ১৫ হাজার ৩শ’ ৪৪ কর্মদিবস সৃষ্টি হয়েছে।

এতে খরচ হচ্ছে ৩৮ লাখ ৪৩ হাজার ৮৫৭ রুপি।

গত বছর পশ্চিম জেলা থেকে মোট ৯ হাজার ৯শ’ ৯২ কেজি রেশম গুটি উৎপাদন করা হয়। এই গুটি বিক্রি করে রেশম চাষিদের আয় হয়েছে ২৪ লাখ ৯৮ হাজার ২৭ রুপি।

চলতি অর্থবছরে আরও ৩৫৯ হেক্টর জমিতে নতুন করে তুত বাগান গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর সঙ্গে জেলার ১ হাজার ৮৬ জন মানুষকে সংযুক্ত করা হবে। হস্ত-তাঁত, হস্ত-কারু ও রেশম শিল্প দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত অর্থবছরে এই জেলায় প্রধানমন্ত্রী কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে ৪শ’ ২৫ জনকে এবং স্বাবলম্বন প্রকল্পে ৮শ’ ৮৭ জনকে ঋণ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মে ০৪, ২০১৬
জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।