ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরায় ম্যালেরিয়ায় ২ জনের মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মে ৫, ২০১৬
ত্রিপুরায় ম্যালেরিয়ায় ২ জনের মৃত্যু ছবি- বাংলানিউজ

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি জনপদে ম্যালেরিয়ায় আক্রন্ত হয়ে জোসেফ রিয়াং ও জিতেন্দ্র রিয়াং নামে দুই জনের মৃত্যু হয়েছে। মৃত জোসেফ সাত বছরের শিশু ও জিতেন্দ্র পূর্ণবয়স্ক ব্যক্তি।

বৃহস্পতিবার (০৫ মে) স্থানীয় আদিম জাতি কল্যাণ দফতর সূত্রে এ তথ্য জানা যায়।

মৃত্যুর খবর পেয়ে বগাফা এডিসি ভিলেজের অনুরাম পাড়ায় পরিদর্শনে যান আদিম জাতি কল্যাণ দফতরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং ও দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাপতি হিমাংশু রায়।

এ ঘটনায় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মৃত দু’জনের পরিবারকে পাঁচ হাজার রুপি করে আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, শান্তির বাজার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি এলাকায় শুক্রবার (০৬ মে) বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে। এতে বিনামূল্যে রক্ত পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা নেওয়ার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ০৬, ২০১৬
টিআই

 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।