ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরায় ৩ দিনব্যাপী স্বাস্থ্যমেলা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মে ১০, ২০১৬
ত্রিপুরায় ৩ দিনব্যাপী স্বাস্থ্যমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে দক্ষিণ জেলার বিলোনিয়ায় তিন দিনব্যাপী জেলাভিত্তিক স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়েছে।

আগামী ১৫ থেকে ১৭ মে পর্যন্ত বিলোনিয়ার সাড়াসীমা উচ্চ মাধ্যমিক স্কুলের মাঠে আয়োজিত এ মেলায় রাজ্য সরকারের বিভিন্ন দফতরের উন্নয়নমূলক কাজের বিবরণ বিষয়ক স্টল থাকবে।

মেলায় বিনামূল্যে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন রোগ প্রতিরোধের বিষয়ে সচেতনতার জন্য একটি বিশেষ স্টল থাকবে। এছাড়া স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হবে।

মেলা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ১০, ২০১৬
জিসিপি/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।