ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ভারত

ত্রিপুরায় ধর্ষণের দায়ে গ্রেফতার ২

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩১, মে ১৪, ২০১৬
ত্রিপুরায় ধর্ষণের দায়ে গ্রেফতার ২

আগরতলা: ত্রিপুরায় ধর্ষণের দায়ে এক যুবক ও ধর্ষণে সহযোগিতা করায় এক নাবালিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মে) তাদের গ্রেফতার করা হয়।

পরে আদালত যুবকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মে) ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত হদ্রাই এলাকার শ্মশান ঘাটের পার্শ্ববর্তী এলাকা থেকে উপজাতি এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার তদন্তে তেলিয়ামুড়া থানার পুলিশ দফায় দফায় একাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করে।
অবশেষে মরদেহ উদ্ধারের তিন দিনের পরে শুক্রবার (১৩ মে) পুলিশ খুনের ঘটনার দায়ে খাকচাং মুন্ডা ওরফে লালা (১৯) নামে এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারের পরই তাকে খোয়াই আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড চায়। আদালত সবকিছু বিবেচনা করে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, খাকচাং জেরায় স্বীকার করেছে যে কিশোরীকে চার বন্ধু মিলে ধর্ষণ করার পর সে মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে। সে আরও জানায় এ কাজে তাকে একটি মেয়ে সহযোগিতা করেছে। ওই মেয়েটিকেও পুলিশ আটক করেছে, কিন্তু মেয়েটি নাবালিকা হওয়ায় তাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, মে ১৪, ২০১৬
এএনজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।