ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরায় বিএসএফ’র গুলিতে একব্যক্তি আহত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, মে ১৬, ২০১৬
ত্রিপুরায় বিএসএফ’র গুলিতে একব্যক্তি আহত ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার সিপাহীজলা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একব্যক্তি আহত হয়েছেন। আহত ওই ব্যক্তির নাম আব্দুল রাজ্জাক।

রোববার (১৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার দুর্গাপুর সীমান্তে পাচারকারী সন্দেহে আব্দুল রাজ্জাকের পায়ে গুলি করে বিএসএফ।

এ সময় রাজ্জাকের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় সোনামুড়া হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসীর দাবী আব্দুল রেজ্জাক কোনভাবেই পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত নন। এই ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।