ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

আসামে বিজেপি’র জয়ে আগরতলায় বিজয় মিছিল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
আসামে বিজেপি’র জয়ে আগরতলায় বিজয় মিছিল

আগরতলা: উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা দল (বিজেপি) প্রথমবারের মত ক্ষমতা দখল করায় আগরতলায় বিজয় মিছিল করেছে বিজেপির কর্মী-সমর্থকরা।

বৃহস্পতিবার (১৯ মে) এক এক করে ‌আসামে দলের প্রার্থীদের জয়ের খবর আসার পর আগরতলায় বিজেপি’র অফিসে এসে জড়ো হন।

এ সময় খুশিতে নিজেরা গেরুয়া আবির দিয়ে একে অপরের তিলক পড়িয়ে দেন।

সবশেষ বিকেল ৫টায় ত্রিপুরা প্রদেশে বিজেপি দলের কর্মী সমর্থকরা আগরতলা শহরে একটি বিজয় মিছিল বের করে।

মিছিলে ছিলেন- ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের সভাপতি বিপ্লব কুমার দেব ও দলের ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত অবজারভার সুনীল দেওধরসহ রাজ্যের নেতারা।

বিজেপি দলের সভাপতি বিপ্লব কুমার দেব বলেন- আগামী দিনে ত্রিপুরা রাজ্যেও
বিজেপি দলকে মানুষ ক্ষমতায় নিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ১৯, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।