ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

মমতার শপথ অনুষ্ঠানে থাকছেন ত্রিপুরার নেতা সুদীপ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মে ২৪, ২০১৬
মমতার শপথ অনুষ্ঠানে থাকছেন ত্রিপুরার নেতা সুদীপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগামী ২৭ মে দ্বিতীয় বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা ব্যানার্জি। কলকাতার রেড রোডে চলছে প্রস্তুতি।

এদিকে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন ত্রিপুরার
সাবেক বিরোধীদলীয় নেতা সুদীপ রায় বর্মণ।

সুদীপ রায় বর্মণ এ আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলে মঙ্গলবার (২৪ মে) বাংলানিউজকে
জানান।

তার সঙ্গে সেদিন অনুষ্ঠানে আরও কয়েকজন নেতাও উপস্থিত থাকবেন। যদিও তাদের নাম তিনি উল্লেখ করেননি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।