ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরা সীমান্তে বিএসএফ-পাচারকারী সংঘর্ষে আহত ২

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মে ২৪, ২০১৬
ত্রিপুরা সীমান্তে বিএসএফ-পাচারকারী সংঘর্ষে আহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে  বিএসএফ’র এক সদস্য ও এক পাচারকারী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মে) ভোরে জেলার সোনামুড়া মহকুমার দুর্গাপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শ্রীমন্তপুর বিওপি’র ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে পাহারা দিচ্ছিলেন। ভোরে পাচারকারীরা ওই সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার করছিলেন। এ সময় পাচারকারীদের বাধা দিলে তারা বিএসএফের ওপর চড়াও হন।  
আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে মফিজুল রহমান নামে এক পাচারকারীর পা’য়ে গুলি লাগে। পাচারকারীরা গরু ফেলে পালিয়ে যান। আহত হন বিএসএফ’র এক সদস্য।

আহতদের সোনামুড়া হাসপাতালে নেওয়া হয়। পরে পাচারকারী মফিজুল রহমানকে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে মঙ্গলবার( ২৪ মে) দুপুরে শ্রীমন্তপুর বিওপি’তে যান সিপাহীজলা জেলার এস পি প্রদীপ কুমার চক্রবর্তী। তিনি বিএসএফ’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।  

এসপি সংবাদ মাধ্যমকে জানান, আহত মফিজুল রহমান পাচারকারী ও তার বাড়ি দুর্গাপুরের বাইরে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ২৪, ২০১৬ 
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।