ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরায় পানির দাবিতে গৃহিণীদের সড়ক অবরোধ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মে ২৭, ২০১৬
ত্রিপুরায় পানির দাবিতে গৃহিণীদের সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

আগরতলা: খাবার পানির দাবিতে ত্রিপুরার সিপাহীজলা জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন দুই শতাধিক গৃহিণী।

শুক্রবার (২৭ মে) এ কর্মসূচি পালন করেন তারা।

তাদের অভিযোগ, সিপাহীজলা জেলায় সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা প্রায় তিন মাস ধরে খাবার পানি পাচ্ছেন না।
অথচ প্রতিমাসে বিল দিতে হচ্ছে তাদের। বিয়ষটি সংশ্লিষ্টদের বারবার জানালেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় স্থানীয় গৃহিণীরা খালি কলস নিয়ে আগরতলা-সোনামুড়া সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কের দুইপাশে গাড়ির দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সোনামুড়া থানার পুলিশ।

পুলিশ জানায়, অবরোধে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মে ২৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।