ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গের দিনাজপুরে ধূমপান নিষিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মে ৩১, ২০১৬
পশ্চিমবঙ্গের দিনাজপুরে ধূমপান নিষিদ্ধ

কলকাতা: পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় প্রকাশ্যে ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১ জুন) থেকে এই নিয়ম কার্যকর করা শুরুর হবে।

দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের প্রথম জেলা যেখানে এই নিয়ম চালু করা হলো। এর ফলে, প্রকাশ্যে কেউ আর বিড়ি বা সিগারেট ব্যবহার করতে পারবেন না। কেউ ধরা পড়লে তাকে প্রতিবার ২০০ রুপি করে জরিমানা দিতে হবে।

জেলা প্রশাসনের পক্ষে এই কথা জানিয়ে বলা হয়েছে, এই বিষয়ে যথেষ্ট কড়া পদক্ষেপ নেবে জেলা প্রশাসন। কোনো দোকানে তামাক জাতীয় দ্রব্য বিক্রি হতে দেখা গেলে সেই দোকানের মালিকের বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে প্রশাসন।

তামাক ব্যবহারের বিভিন্ন কুফল নিয়ে প্রচারে জোর দিচ্ছে সরকার। আগামী দিনে পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন জেলায় এই ধরনের নিয়ম অচিরেই চালু হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ৩১, ২০১৬
ভি.এস/পিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।