ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটির সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ৫, ২০১৬
ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটির সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটির তেলিয়ামুড়া বিভাগের চতুর্থ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (০৫ জুন) খোয়াই জেলার দাচুড়া বাজার কমিউনিটি হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারতের লোকসভার সংসদ সদস্য জিতেন চৌধুরী।

সম্মেলনের আগে সংগঠনের সদস্যরা একশ’টি মোটরসাইকেল নিয়ে তেলিয়ামুড়া থেকে সংসদ সদস্য জিতেন চৌধুরীকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই (এম) দলের তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর দাশ, ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটির তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক রাজমোহন দেববর্মা প্রমুখ।

সম্মেলনে প্রায় ৩শ’ প্রতিনিধি মহকুমার বিভিন্ন এলাকা থেকে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।