ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

কলকাতায় ৫০০০ কেজি মাদক জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুন ৯, ২০১৬
কলকাতায় ৫০০০ কেজি মাদক জব্দ

কলকাতা: কলকাতায় ঢোকার মুখে ডানকুনি টোল প্লাজায় ধরা পড়েছে পাঁচ হাজার কেজি নিষিদ্ধ মাদক। এসব মাদকদ্রব্য পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থেকে কলকাতায় প্রবেশের চেষ্টা করছিলো।



বৃহস্পতিবার (৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, একটি লরি করে এসব মাদক নিয়ে আসা হচ্ছিলো। প্রশাসনের কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তারা গাড়িতে তল্লাশি চালান। তখন এসব মাদক উদ্ধার হয়। ইতোমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে

ঠিক কোথা থেকে এই চালান আনা হচ্ছিলো বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো সে বিষয়ে তদন্ত চালাচ্ছে গোয়েন্দারা।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
ভিএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।