ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

নামমাত্র মূল্যে পথচারীদের জন্য বিশুদ্ধ পানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জুন ২২, ২০১৬
নামমাত্র মূল্যে পথচারীদের জন্য বিশুদ্ধ পানি

কলকাতা: মাত্র পাঁচ রুপির একটি কয়েন ফেললেই এক লিটার হিমশীতল বিশুদ্ধ পানি পাওয়া যাবে কলকাতায়। পৌরসভার তরফে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

প্রাথমিক দমদম এলাকায় পানির এ মেশিন বসানোর পরিকল্পনা করা হয়েছে। পরবর্তিতে কলকাতাজুড়ে এ মেশিন বসানো হবে। বিশেষ করে গ্রীষ্মকালে মানুষের চাহিদার কথা মাথায় রেখে এ পরিকল্পনা করা হয়েছে।

একাধিক এনজিও এ পরিকল্পনায় সাহায্য করবে বলে দমদম পৌরসভার পক্ষ থেকে জানা হয়েছে।

একদিকে মেট্রোরেল অন্যদিকে বিমানবন্দর ছাড়াও সড়ক পথে প্রচুর সংখ্যক মানুষ দমদম এলাকায় আসেন। ফলে নামমাত্র মূল্যে বিশুদ্ধ পানির সরবরাহ তাদের বেশ উপকারে দেবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুন ২২, ২০১৬
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।