ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরায় ১৫৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
ত্রিপুরায় ১৫৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

আগরতলা: ত্রিপুরা থেকে এক হাজার ৫৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুন) খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার পুলিশের একটি দল তেলিয়ামুড়া মহকুমার এস ডি এম বিম্ভিসার ভট্টাচার্যের উপস্থিতিতে জেলার করইলং এলাকায় খোয়াই-তেলিয়ামুড়া সড়কে চলাচলকারী গাড়িতে তল্লাশি চালায়।

এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাকে প্লাস্টিক দিয়ে মোড়ানো এক হাজার ৫৩৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।  

উদ্ধার করা মাদকের মূল্য প্রায় এক লাখ ৫০হাজার রুপি বলে জানান অভিযানে উপস্থিত লাকি চৌহান। তবে ট্রাকে কেউ না থাকায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।